লংগদুতে ৩৫ কাঠুরিয়া গণহত্যার বিচার দাবিতে রাঙামাটিতে সংবাদ সম্মেলন

লংগদুতে ৩৫ কাঠুরিয়া গণহত্যার বিচার দাবিতে রাঙামাটিতে সংবাদ সম্মেলন

লংগদুতে ৩৫ কাঠুরিয়া গণহত্যার বিচার দাবিতে রাঙামাটিতে সংবাদ সম্মেলন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার লংগদুতে ৩৫ কাঠুরিয়া গণহত্যার বিচার, ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টায় শহরের কে কে রায় সড়ক এলাকায় ৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের আহবায়ক সাখাওয়াত হোসেন।

বক্তারা বলেন, ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর সন্তু লারমার নির্দেশে নিরীহ ৩৫ কাঠুরিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর নিহত পরিবারগুলোর কোনো খোঁজখবর নেয়া হয়নি। দীর্ঘ ২৯ বছর পরও বিচার হয়নি এই ভয়াবহ হত্যাকাণ্ডের।

সংবাদ সম্মেলনে বক্তারা বর্তমান অন্তবর্তী সরকারের কাছে নয় দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে— গণহত্যার বিচার, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন, সন্তানদের শিক্ষা নিশ্চিতকরণ এবং নিহতদের স্মৃতির সংরক্ষণ।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য হিসেবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফাতেমা বেগম, মো. সোহেল এবং মো. মোস্তাফিজ প্রমুখ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।