বাঘাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বাঘাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বাঘাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতির ধারাকে এগিয়ে নিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেল ৪টায় বাঘাইহাট জোন প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় বাঘাইহাট একতা যুব সংঘ ক্লাব ও বামে বাইবাছড়া একাদশ। আক্রমণ-পাল্টা আক্রমণে ভরপুর খেলায় শেষ পর্যন্ত ৪-০ গোলে জয় পায় বাঘাইহাট একতা যুব সংঘ ক্লাব।

প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন বাঘাইহাট জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা।

বিশেষ অতিথি ছিলেন জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোঃ আবু নাইম খন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন চেয়ারম্যান অতুলাল চাকমা, বঙ্গলতলী ইউনিয়ন চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জোন কমান্ডার। এ সময় তিনি বলেন, “উভয় দলই চমৎকার খেলা উপহার দিয়েছে। পাহাড়ে শান্তি বজায় রাখতে ভবিষ্যতেও এরকম আয়োজন অব্যাহত থাকবে।”

সেনাবাহিনীর এ ধরনের ক্রীড়া উদ্যোগ স্থানীয় যুবসমাজকে মাদক ও সহিংসতা থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed