মাটিরাঙ্গায় বিজিবির মানবিক সহায়তা ও কৃষি উপকরণ বিতরণ

মাটিরাঙ্গায় বিজিবির মানবিক সহায়তা ও কৃষি উপকরণ বিতরণ

মাটিরাঙ্গায় বিজিবির মানবিক সহায়তা ও কৃষি উপকরণ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪০ বিজিবি পলাশপুর জোনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উত্তর শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানবিক সহায়তা, কৃষি উপকরণ বিতরণ, চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪০ বিজিবির অধিনায়ক কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহীনুল ইসলাম।

তিনি কৃষকদের হাতে বিভিন্ন জাতের বীজ ও সার তুলে দেন এবং চিকিৎসাসেবার পাশাপাশি দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও অন্যান্য সহায়তা বিতরণ করেন। এছাড়াও হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা পালনে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় লেফটেন্যান্ট কর্নেল শাহীনুল ইসলাম বলেন, “৪০ বিজিবি সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। সম্প্রীতি বজায় রেখে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ এলাকার অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।”

তিনি কৃষকদের উদ্দেশে জমি চাষাবাদে অধিক যত্নশীল হওয়ার আহ্বান জানান এবং চোরাচালান ও মাদক ব্যবসায় জড়িতদের বিষয়ে বিজিবিকে গোপনে তথ্য প্রদানের জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেজর জাহিন আবদুল্লাহ, শান্তিপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. মোশারফ হোসেন এবং জোন এনসিও হাবিলদার মো. মফিজুল ইসলাম।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।