‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স’-এ যোগ দিতে মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান
 
                 
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
তিনি কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স (IPACC)-২০২৫’-এ অংশ নেবেন।
মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে আয়োজিত এই সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের সেনাপ্রধানগণ অংশগ্রহণ করবেন। সম্মেলনে আঞ্চলিক মৈত্রী ও সহযোগিতা বৃদ্ধি, অভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হবে।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, জেনারেল ওয়াকার-উজ-জামান সফর শেষে আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দেশে প্রত্যাবর্তন করবেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
