রাঙামাটির ছোট হরিণায় মানবিক সহায়তা নিয়ে দরিদ্র ও অসহায়দের পাশে বিজিবি

রাঙামাটির ছোট হরিণায় মানবিক সহায়তা নিয়ে দরিদ্র ও অসহায়দের পাশে বিজিবি

রাঙামাটির ছোট হরিণায় মানবিক সহায়তা নিয়ে দরিদ্র ও অসহায়দের পাশে বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার দুর্গম ছোট হরিণা এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার ছোট হরিণা ১২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে “সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় এ সহায়তা প্রদান করা হয়। বরকলের ভূষণছড়া ও হরিণা এলাকার পাহাড়ি ও বাঙালি দরিদ্র জনগণের হাতে সহায়তা তুলে দেওয়া হয়।

সহায়তার মধ্যে ছিল গবাদিপশু, সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী, ঘর ও মসজিদ সংস্কারের জন্য আর্থিক অনুদান। এতে উপকৃত হয়ে স্থানীয় মানুষজন আনন্দ প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোট হরিণা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, “বিজিবি সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এরই ধারাবাহিকতায় ছোট হরিণা ব্যাটালিয়ন ভূষণছড়া ও হরিণায় বসবাসরত মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

স্থানীয়রা বিজিবির এ মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের কার্যক্রম জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।