জুরাছড়ির যক্ষাবাজার পূজা মণ্ডপ পরিদর্শনে সেনাবাহিনী, দেয়া হলো শুভেচ্ছা উপহার
![]()
নিউজ ডেস্ক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর জুরাছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ হাসান সেজান আজ সন্ধ্যায় যক্ষাবাজার পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন যক্ষাবাজার আর্মি ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন মো. মোশারফ হোসাইন সাগর এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী জনগণ।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে জোন অধিনায়ক পূজা উদযাপন কমিটি ও উপস্থিত সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান। এ উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে জুরাছড়ি জোন সর্বদা জনগণের পাশে রয়েছে এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবে।”
তিনি আরও উল্লেখ করেন, পূজাকালীন সময়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা বা অনৈতিক কর্মকাণ্ড না ঘটে, সে বিষয়ে প্রশাসন ও পূজা উদযাপন কমিটিকে সর্বদা সতর্ক থাকতে হবে। পরিদর্শন শেষে তিনি পূজা মণ্ডপের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
একই সঙ্গে উপস্থিত সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
পরে জুরাছড়ি জোনের পক্ষ হতে হিন্দু ধর্মাবলম্বী পরিবারের জন্য শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।