প্রবারণা পূর্ণিমা: রুমার বড়ুয়া পাড়ার দেব বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন জোন অধিনায়ক

প্রবারণা পূর্ণিমা: রুমার বড়ুয়া পাড়ার দেব বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন জোন অধিনায়ক

প্রবারণা পূর্ণিমা: রুমার বড়ুয়া পাড়ার দেব বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন জোন অধিনায়ক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের আওতাধীন রুমা জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রুমা বাজারস্থ বড়ুয়া পাড়ার দেব বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সকালে তিনি বিহার পরিদর্শনকালে পাড়াবাসীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

জোন অধিনায়ক এ সময় সকলকে প্রবারণা পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, পারস্পরিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখলে পার্বত্য চট্টগ্রাম হবে সত্যিকার অর্থে শান্তির পাহাড়।

তিনি পাড়াবাসীদের এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শন শেষে জোন অধিনায়ক প্রবারণা পূর্ণিমা উপলক্ষে উপস্থিত পাড়াবাসীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।