রামগড়ে বিজিবির উদ্যোগে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান, সনদপত্র বিতরণ
![]()
নিউজ ডেস্ক
“শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় বিজিবির রামগড় জোনের (৪৩ বিজিবি) সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ২০২৫ শিক্ষাবর্ষের কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রামগড় জোন পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক বলেন, “রামগড় জোন অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রতিষ্ঠায় এবং স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “বেকার যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে এই কারিগরি প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণার্থীরা যদি এই জ্ঞান কাজে লাগাতে পারেন, তাহলে তারা শুধু নিজের জীবনমানই উন্নত করবেন না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখবেন।”

রামগড় জোনের পক্ষ থেকে জানানো হয়, বিজিবি স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে দক্ষ করে তোলার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণমূলক কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জোন অধিনায়ক জানান।
অনুষ্ঠানে বিজিবি কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষণার্থীদের পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।