‘পার্বত্য এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জনগণের সহযোগিতা অপরিহার্য’
![]()
নিউজ ডেস্ক
রামগড় বিজিবি জোনের (৪৩ বিজিবি) সার্বিক ব্যবস্থাপনায় জোন সদর দপ্তরে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) “মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা-অক্টোবর ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম।
সভায় রামগড় উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারী, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে মুক্ত আলোচনার সময় অতিথিবৃন্দ দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক পরিস্থিতি, সামাজিক সমস্যা, আইনশৃঙ্খলা এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখার নানা বিষয় নিয়ে মতামত প্রদান করেন।

আলোচনার এক পর্যায়ে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম বলেন,
“পার্বত্য এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জনগণের সহযোগিতা অপরিহার্য। যে কোনো ধরনের অপরাধ, বিশৃঙ্খলা বা গুজব ছড়ানোর চেষ্টা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় নাগরিক সচেতনতা ও দায়িত্বশীল আচরণই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন,
“রামগড়ে বর্তমানে যে সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ বিরাজ করছে, তা আমাদের সকলের অর্জন। এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে প্রত্যেক নাগরিকের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা চাই রামগড় হোক শান্তি ও উন্নয়নের আদর্শ মডেল।”
সভায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা বিজিবির কার্যক্রমের প্রশংসা করেন এবং এলাকায় শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
রামগড় জোনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় প্রশাসন ও জনগণের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি সবসময় দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। জোন সদর থেকে নিয়মিতভাবে এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের মাধ্যমে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।