আন্তঃবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ এ চ্যাম্পিয়ন সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হলো আন্তঃবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ এর বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান।
তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের উচ্ছ্বসিত অভিনন্দন জানান।

১৮টি স্বর্ণপদক অর্জন করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ সেনাবাহিনী, আর ৪টি স্বর্ণপদক পেয়ে রানারআপ হয় বাংলাদেশ নৌবাহিনী। অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে সেনাবাহিনীর সৈনিক মোঃ মোশারফ হোসেনকে “সেরা এ্যাথলেট” নির্বাচিত করা হয়।
সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল মোঃ সাজেদুর রহমান, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডারসহ সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা, জেসিও, অন্যান্য পদবির সদস্য এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট ১৫৬ জন এ্যাথলেট অংশগ্রহণ করেন। তারা ২২টি ইভেন্টে নিজেদের দক্ষতা, শৃঙ্খলা ও পারস্পরিক প্রতিযোগিতার মাধ্যমে ক্রীড়াচর্চায় সশস্ত্র বাহিনীর উৎকর্ষতা তুলে ধরেন।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বলেন,
“সশস্ত্র বাহিনীর সদস্যরা শুধু সামরিক দক্ষতায় নয়, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রেও দেশকে গর্বিত করে চলেছেন। আন্তঃবাহিনী ক্রীড়া প্রতিযোগিতা পারস্পরিক বন্ধুত্ব, শৃঙ্খলা ও দলগত চেতনা আরও সুদৃঢ় করে।”
উল্লেখ্য, সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার এই আয়োজন প্রতিবছরই সশস্ত্র বাহিনীর ঐক্য, মনোবল ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।