মাটিরাঙ্গায় সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় তৈরি অস্ত্র, গোলাবারুদ ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, সোমবার ভোররাতে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের একটি বিশেষ দল জোনের আওতাধীন দলধলিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে দুটি বাড়ি ও বাড়ি-সংলগ্ন এলাকা তল্লাশি করে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ, ১টি ওয়াকিটকি ও ৫টি পাহাড়ি দা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি পরবর্তীতে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযান বিষয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল ইব্রাহিম আদম এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও যেকোনো সন্ত্রাসী কার্যকলাপ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের গোয়েন্দা নির্ভর অভিযান পরিচালনা করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।