মানব পাচার চক্রের সংশ্লিষ্টতা সন্দেহে ত্রিপুরায় তিন বাংলাদেশি আটক
![]()
নিউজ ডেস্ক
ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার ধর্মনগর উপবিভাগের পশ্চিম চন্দ্রপুর এলাকা থেকে তিন বাংলাদেশিকে আটক করেছে সিভিল ড্রেস পরিহিত পুলিশ সদস্যরা। পুলিশের দাবি, প্রায় ছয় মাস আগে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন।
স্থানীয় সূত্র জানায়, মানবপাচারকারীদের সহায়তায় আটক তিনজন প্রথমে বেঙ্গালুরু যান। সেখানে তারা জন প্রতি ৫ হাজার রুপি করে মোট ১৫ হাজার রুপি ব্যয়ে আধার কার্ড সংগ্রহ করে। এরপর তারা কলকাতা ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় প্রায় তিন মাস অবস্থান করেন। পরবর্তীতে পুনরায় ত্রিপুরায় ফিরে পশ্চিম চন্দ্রপুরের স্থানীয় এক দালাল ইসলামের বাড়িতে আশ্রয় নেন।
আটক ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা মোহাম্মদ নুর আলম, রায়হান মিয়া এবং মাহিউদ্দিন। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করাতে দালাল ইসলাম জন প্রতি ১২ হাজার টাকা নেন। তবে অভিযানের সময় ইসলাম পালিয়ে যায় এবং এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, এই ঘটনায় একটি সীমান্তজুড়ে সক্রিয় মানবপাচার চক্রের সংশ্লিষ্টতার ইঙ্গিত মিলেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মানবপাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় দালালচক্র দীর্ঘদিন ধরে দরিদ্র মানুষদের প্রলোভন দিয়ে বিপজ্জনক পথে সীমান্ত পারাপার করিয়ে আসছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়ে থাকে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।