আসামে বিধানসভা নির্বাচনের আগেই স্থানীয়দের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেবে সরকার

আসামে বিধানসভা নির্বাচনের আগেই স্থানীয়দের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেবে সরকার

আসামে বিধানসভা নির্বাচনের আগেই স্থানীয়দের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেবে সরকার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকায় বসবাসরত স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিস্বা শর্মা রবিবার গৌহাটিতে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম দফায় এসব লাইসেন্স প্রদান শুরু হবে।

মুখ্যমন্ত্রী জানান, ইতোমধ্যে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বিপুল সংখ্যক লাইসেন্সের আবেদন এসেছে এবং সেগুলো যাচাই-বাছাই চলছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, “অগণিত আবেদন এলেও সবাইকে লাইসেন্স দেওয়া হবে না। অত্যন্ত বাছাই করে শুধুমাত্র প্রকৃত ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী স্থানীয়দেরই লাইসেন্স দেওয়া হবে।”

এ নির্দেশনার লক্ষ্য হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখা ও সীমান্তবর্তী দুর্গম এলাকায় বসবাসকারী নাগরিকদের আত্মরক্ষার সক্ষমতা নিশ্চিত করা।

উল্লেখ্য, আগামী বছর মার্চ বা এপ্রিল মাসে আসাম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থার বার্তা দিতে পারে।

প্রসঙ্গত, আসামের কিছু সীমান্তবর্তী অঞ্চল দীর্ঘদিন ধরেই অবৈধ অস্ত্র, তৃণমূল পর্যায়ের সংঘর্ষ এবং নিরাপত্তা ঝুঁকির কারণে সংবেদনশীল বলে বিবেচিত হয়ে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed