পাটগ্রাম সীমান্তে গুলি ছুড়ল বিএসএফ, বিজিবির প্রতিবাদ

পাটগ্রাম সীমান্তে গুলি ছুড়ল বিএসএফ, বিজিবির প্রতিবাদ

পাটগ্রাম সীমান্তে গুলি ছুড়ল বিএসএফ, বিজিবির প্রতিবাদ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ সোমবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের প্রতি পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর আগে ৫ নভেম্বর ভোরে শ্রীরামপুর ইউনিয়নের সীমান্তে তিনটি সাউন্ড গ্রেনেড ছুড়েছিল বিএসএফ।

এ সম্পর্কে রংপুর ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানির কমান্ডার সুবেদার কামাল উদ্দিন সাংবাদিকদের জানান, বিএসএফের গুলি ছোড়ার খবর পেয়ে বিজিবির সদস্যরা ওই সীমান্তে গেছেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তবে বিএসএফ পরে সময় দেবে বলে জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের পকেট গ্রাম সীমান্তের ৮৫৪ নম্বর পিলারের ওপারে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার সীমান্ত–সংলগ্ন গ্রাম পকেটপাড়া। দুই দেশের চোরাকারবারিরা আজ ভোরে শূন্যরেখায় জড়ো হয়। এ সময় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়েন। ভোরের দিকে গুলির শব্দ হওয়ায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

গুলিতে তিনজন বাংলাদেশি আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে তথ্য জানানো হয়নি।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে শ্রীরামপুর ইউনিয়নের এক ব্যক্তি বলেন, ‘ভোরে নামাজ পড়ে ফেরার পথে দেখি, একটি মোটরসাইকেলে করে গুলিবিদ্ধ ব্যক্তিদের নিয়ে যাচ্ছে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed