আফগানিস্তান সীমান্তে ২০ পাকিস্তানি তালেবান বিদ্রোহীকে হত্যা
![]()
নিউজ ডেস্ক
আফগানিস্তান সীমান্তের কাছে ২০ পাকিস্তানি তালেবান বিদ্রোহীকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। দুই দেশের মধ্যে তৃতীয় দফার শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর গতকাল সোমবার (১০ নভেম্বর) জাতিসংঘে উদ্বেগ জানায় ইসলামাবাদ। অভিযোগ উঠেছে, সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম উসকে দিতে অস্ত্র মজুত করছে কাবুল।
আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবান থেকে আলাদা হলেও কাবুলের শাসকগোষ্ঠীর মিত্র পাকিস্তানি তালেবান। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই পাকিস্তানি ভূখণ্ডে তৎপরতা বাড়তে শুরু করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান, বা সংক্ষেপে টিটিপি’রও।
সোমবার আফগানিস্তান সীমান্তের কাছে অভিযান চালিয়ে ২০ টিটিপি বিদ্রোহীকে হত্যার কথা জানায় পাকিস্তানের সেনাবাহিনী। দেশের উত্তরপশ্চিম সীমান্তে টিটিপি’র গোপন আস্তানায় চলে এ অভিযান। সন্ত্রাসী সংগঠন হিসেবে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের কালোতালিকাভুক্ত গোষ্ঠীটি নিষিদ্ধ পাকিস্তানেও।
তালেবান শাসকগোষ্ঠীর আশ্রয়ে বহু টিটিপি নেতা ও সদস্য বর্তমানে আফগান ভূখণ্ডে অবস্থান করছেন বলে অভিযোগ পাকিস্তানের। পাকিস্তানে গেলো কয়েক বছরে বিভিন্ন সন্ত্রাসী হামলার দায়ও স্বীকার করেছে টিটিপি। এমন পরিস্থিতিতে, দু’দিন আগেও খাইবার পখতুনখোয়ার দুই জেলায় আরও ২০ টিটিপি সদস্যকে হত্যা করে সেনাবাহিনী। অতীতে এই প্রদেশেই আধিপত্য ছিল নিষিদ্ধ গোষ্ঠীটির।
গেলো ৯ অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের ড্রোন হামলা ও তালেবান শাসকগোষ্ঠীর প্রতিশোধ; সামরিক, বেসামরিক ও সন্ত্রাসীসহ শতাধিক প্রাণহানির ঘটনায় উত্তেজনা বাড়ে দুই দেশের। ১৯ অক্টোবর অস্ত্রবিরতি কার্যকর হলেও, শনিবার কাতার ও তুরস্কের মধ্যস্থতায় ভেস্তে যায় তৃতীয় দফার শান্তি আলোচনা।
এ অবস্থায় সোমবার জাতিসংঘে উদ্বেগ জানায় ইসলামাবাদ। অভিযোগ করে, সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম উসকে দিতে অস্ত্র মজুত করছে কাবুল। আফগান অস্ত্রের সরবরাহ বন্ধে বৈশ্বিক পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত অসীম ইফতেখার।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।