মণিপুরে অস্ত্র ও গুলিসহ নিষিদ্ধ উগ্র সংগঠনের সক্রিয় সদস্য গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুরের কাকচিং জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (ক) বা ইউএনএলএফ (কে)-এর এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) ওয়াইকং থানার অন্তর্গত পুখরি আচৌবা সংলগ্ন লামজাও মাখা লৈকাই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নিংথৌজম ইনাওচা (৪০)। তিনি পালের ও পাণ্ডাম্বা নামেও পরিচিত। বাড়ি থৌবল জেলার হেইরোক পার্ট-২, চিন্ডমপক এলাকায়। নিরাপত্তা সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়সহ উগ্র কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
অভিযানকালে তার কাছ থেকে একটি .৩২ bore পিস্তল ও ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, একটি ভোটার আইডি কার্ড, দুটি সিমসহ একটি মোবাইল ফোন, ৪১ হাজার ২০০ রুপি নগদ এবং চলাচলের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধার করা সামগ্রী সংশ্লিষ্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার সাপেক্ষে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
উল্লেখ্য, মণিপুরের বিচ্ছিন্নতাবাদী উগ্র সংগঠনগুলো দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সশস্ত্র হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সেখানে অস্থিরতা সৃষ্টি করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।