মিয়ানমার থেকে আসা ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

মিয়ানমার থেকে আসা ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

মিয়ানমার থেকে আসা ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে মিয়ানমার থেকে আসা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি। এ সময় এক রোহিঙ্গা মাদক কারবারি মো. নুরুল আমিন (২৪) আটক হয়েছেন।

আটক নুরুল আমিন উখিয়ার বালুখালি ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মীর আহমদের ছেলে। বিষয়টি রাতেই নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

৬৪ বিজিবির অধিনায়ক জানান, গোপন সংবাদে জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) মিয়ানমার থেকে টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং বিওপি এলাকা দিয়ে মাদকের চালান অনুপ্রবেশ করবে। সেই সংবাদে উনচিপ্রাং বিওপি’র বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৭ থেকে আনুমানিক ৫০০ গজ পশ্চিমে অবস্থান করে।

রাতের অন্ধকারে একজন ব্যক্তি মিয়ানমারের দিক থেকে নাফনদী পার হয়ে হাজির ঘের দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করে। পালানোর চেষ্টা করলেও টহল দল তাকে আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত অন্যান্য চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার ইয়াবা ট্যাবলেট ও আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed