মিয়ানমার-থাইল্যান্ডের ৫ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

মিয়ানমার-থাইল্যান্ডের ৫ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

মিয়ানমার-থাইল্যান্ডের ৫ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অনলাইনে প্রতারণামূলক বিনিয়োগ কেলেঙ্কারি ও জোরপূর্বক শ্রমে জড়িত থাকার অভিযোগে বার্মা ও থাইল্যান্ডে অবস্থিত পাঁচ ব্যক্তি এবং তিনটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সরকারের হিসাব অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক অনলাইন কেলেঙ্কারি কার্যক্রমে ২০২৪ সালে আমেরিকান নাগরিকরা অন্তত ১০ বিলিয়ন ডলার হারিয়েছেন, যা আগের বছরের তুলনায় প্রায় ৬৬ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্রের মতে, এই অঞ্চলের অপরাধচক্রগুলো ক্রমেই অনলাইনে আমেরিকানদের লক্ষ্য করে প্রতারণা বাড়িয়ে তুলছে, যা দেশটির অর্থনৈতিক নিরাপত্তার জন্য বড় হুমকি।

এই পদক্ষেপের মাধ্যমে কলম্বিয়া জেলার জন্য মার্কিন অ্যাটর্নি, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং ইউএস সিক্রেট সার্ভিসের ‘স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স’-এর চলমান উদ্যোগকে আরও জোরদার করা হয়েছে। সংস্থাটি বার্মা, কম্বোডিয়া ও লাওসভিত্তিক প্রতারণা চক্র এবং তাদের নেতৃত্বকে তদন্ত ও বিচারের আওতায় আনতে কাজ করছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, দেশটি আমেরিকান নাগরিকদের সাইবার প্রতারণা থেকে রক্ষা করতে দেশ-বিদেশে পরিচালিত এসব কেলেঙ্কারির বিরুদ্ধে সব ধরনের আইনগত ও কূটনৈতিক পদক্ষেপ অব্যাহত রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed