আন্তর্জাতিক কল টার্মিনেশন জালিয়াতি, রামগড়ে চীনা নাগরিকসহ আটক ৩

আন্তর্জাতিক কল টার্মিনেশন জালিয়াতি, রামগড়ে চীনা নাগরিকসহ আটক ৩

আন্তর্জাতিক কল টার্মিনেশন জালিয়াতি, রামগড়ে চীনা নাগরিকসহ আটক ৩
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড় উপজেলায় অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) কার্যক্রম পরিচালনার অভিযোগে দুই চীনা নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) রাতে উপজেলার খান কমপ্লেক্সের চতুর্থ তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার (১৫ নভেম্বর) তিনজনকে খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হয়েছে।

আন্তর্জাতিক কল টার্মিনেশন জালিয়াতি, রামগড়ে চীনা নাগরিকসহ আটক ৩

পুলিশ জানায়, পার্বত্য চট্টগ্রামে বিদেশি নাগরিকদের অবস্থানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি প্রয়োজন। কিন্তু এই অনুমতি ছাড়াই দুই চীনা নাগরিক রামগড়ে অবস্থান করছিলেন। পুলিশের গোয়েন্দা নজরদারিতে তাদের অবস্থান শনাক্ত হওয়ার পর বুধবার রাতে অভিযান পরিচালনা করা হয়। কক্ষে প্রবেশের পর সেখানে রাখা বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম দেখে পুলিশের সন্দেহ হয়। পরে ঢাকা থেকে বিটিআরসির বিশেষজ্ঞ দল এসে সরঞ্জাম পরীক্ষা করে ভিওআইপির অবৈধ ব্যবহার নিশ্চিত করে।

অভিযানকালে সিমবক্স, রাউটার, কানেকশন প্যানেল, অ্যান্টেনা, NVR মেশিন, POE সুইচসহ প্রায় ৬০টির বেশি ডিভাইস জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, এসব সরঞ্জাম ব্যবহার করে আন্তর্জাতিক কল টার্মিনেশন জালিয়াতি পরিচালিত হচ্ছিল, যার ফলে সরকারের উল্লেখযোগ্য রাজস্ব ক্ষতি হতো এবং তথ্য গোপন রেখে অবৈধ কার্যক্রম চালানো সম্ভব হতো।

গ্রেপ্তার চীনা নাগরিকরা হলেন— জিয়াং চেংটং (৩৩) ও তাং তংউ (৩২)। তারা চট্টগ্রাম নগরের খুলশী আবাসিক এলাকায় বসবাস করছিলেন। একই মামলায় তাদের সহযোগী চট্টগ্রামের বোয়ালখালীর মো. আসিফ উদ্দিন (২৫)-কে-ও আটক করা হয়।

আন্তর্জাতিক কল টার্মিনেশন জালিয়াতি, রামগড়ে চীনা নাগরিকসহ আটক ৩

এ ঘটনায় এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেট, বিটিআরসির উপ-সহকারী পরিচালক মোশারফ হোসেন বাদী হয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী ২০১০)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, “জব্দ করা সরঞ্জামগুলো অবৈধ কল রাউটিংয়ে ব্যবহৃত হচ্ছিল। বিটিআরসি বিষয়টি নিশ্চিত করার পরই মামলা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে বিদেশি নাগরিকদের থাকার অনুমতিও তাদের ছিল না।” গ্রেপ্তার তিনজনকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকায় প্রযুক্তিনির্ভর অপরাধ ও ভিওআইপি জালিয়াতি রোধে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি আরও জোরদার করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed