মেহেরপুর সীমান্তে ২ কোটি টাকার স্বর্ণের বার জব্দ, ভারতীয় নাগরিকসহ আটক ২
![]()
নিউজ ডেস্ক
চুয়াডাঙ্গায় ৬ বিজিবির বিশেষ অভিযানে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য ২ কোটি ১০ লাখ ৪৯ হাজার ৭৯৮ টাকা। এ ঘটনায় ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন- মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে আব্বাস আলী (৪৫) এবং ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার সাহাপুর গ্রামের মিরাজুল শেখের ছেলে মিজান রহমান শেখ (২৪)।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত এলাকায় বিজিবি-৬ ব্যাটালিয়নের একটি সশস্ত্র দল অবস্থান নেয়। সীমান্ত পিলার ১১৭/৬-এস থেকে প্রায় ৫০ গজ ভেতরে অবস্থানকালে বিকেল ৪টার দিকে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে ভারত সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি। থামার নির্দেশ দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তাদের বহন করা ঘাসের বস্তা থেকে সাদা স্কচটেপ মোড়ানো দুইটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটদুটি থেকে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। ডিজিটাল স্কেলে স্বর্ণগুলোর মোট ওজন দাঁড়ায় ১ কেজি ১৬৬ গ্রাম।
ঘটনার পর বিজিবির হাবিলদার শাজাহান সিরাজ বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেন এবং আটক দু’জনকে থানায় হস্তান্তর করা হয়। উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।