অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসায় আলীকদম সেনা জোনের মানবিক সহায়তা
![]()
নিউজ ডেস্ক
মাত্র নয় বছর বয়সী হালিমা খাতুন আলীকদম কিন্ডার গার্টেন স্কুলের চতুর্থ শ্রেনীর ছাত্রী। জীবনের অর্ধেক সময় ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত চিকিৎসা গ্রহণ করে আসছে হালিমা খাতুন। শারিরীক অসুস্থতার কারণে অনিচ্ছাকৃত ভাবে সে প্রায়ই পড়াশুনায় অমনোযোগী হয়ে পড়ে। ভাগ্যের কি নির্মম পরিহাস, এই পরিনিতির সাথে রয়েছে তার বাবার গুরুত্বর অসুস্থতা। হালিমা খাতুনের পিতা সামসুল আলম (৫৮) একজন প্রতিবন্ধী। যিনি একটি এনজিওতে চাকরী করে পারিবারিক ব্যয়ভার, সন্তানের শিক্ষা এবং চিকিৎসা ভার বহন করে থাকেন। এহেন পরিস্থিতিতে পরিবারটির অচল অবস্থা বিরাজমান। পরিস্থিতি হালিমা খাতুনের চিকিৎসা ও শিক্ষার সুব্যবস্থাকে অনিশ্চিত করে তুলেছে।
বিষয়টি সেনাবাহিনীর আলীকদম জোনের নজরে আসলে আলীকদম জোন অধিনায়ক দূর্ভাগা হালিমা খাতুনকে তার চিকিৎসা ও শিক্ষার খরচের জন্য মানবিক সহায়তা প্রদান করার উদ্যোগ গ্রহণ করেন।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) তারিখ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে আলীকদম উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে আলীকদমের সহস্রাধিক পাহাড়ী বাঙালী জনতা উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠান শেষে জোন অধিনায়ক হালিমা খাতুনের পিতা সামসুল আলমকে মঞ্চে ডেকে নেন এবং তাকে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তার পরিবার ও তার মেয়ের পাশে দাড়ান। মানবিক সহায়তা পেয়ে সামসুল আলম আবেগ আপ্লুত হয়ে পড়েন।
আলীকদম সেনা জোনের এই উদ্যোগ শুধু একটি পরিবারের পাশে দাঁড়ানো নয়; বরং এটি একটি শক্তিশালী বার্তা-মানবিকতা, সহানুভূতি এবং দায়িত্ববোধের উৎকৃষ্ট উদাহরণ।
এই সহায়তার মাধ্যমে আলীকদম সেনা জোন আবারও প্রমাণ করলো যে সেনাবাহিনী শুধু নিরাপত্তার বাহকই নয়, বরং মানবিকতারও অগ্রদূত। প্রতিটি সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো এবং একটি সহনশীল সমাজ গড়ে তোলাই আলীকদম সেনা জোনের অঙ্গীকার।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।