রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ২১ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ চার চোরাকারবারি আটক

রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ২১ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ চার চোরাকারবারি আটক

রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ২১ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ চার চোরাকারবারি আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর তল্লাশি অভিযানে সাড়ে ২১ লাখ টাকার ভারতীয় অবৈধ সিগারেট, নগদ দেড় লক্ষ টাকা এবং একটি পিকআপ ভ্যানসহ চার চোরাকারবারিকে আটক করা হয়েছে।

গতকাল শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে মিতিঙ্গাছড়ি টিওবি ক্যাম্পের প্রধান চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে চেকপোস্টে ঢোকার সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্রান্ডের মোট ১০ হাজার প্যাকেট ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়। এর মধ্যে অরিস ৮ কার্টন, পেট্রোন ১০ কার্টন ও বেন্সন ৫ কার্টন রয়েছে। উদ্ধার করা সিগারেটের বাজারমূল্য প্রায় ২১ লাখ ৫০ হাজার টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত পিকআপ এবং দেড় লাখ টাকা নগদ অর্থও জব্দ করা হয়।

আটক চারজন হলেন—বাঙ্গালহালিয়া বাজারের মৃত চিত্র রঞ্জন দাশের ছেলে শিমুল দাস (৪৫), পাথরবনপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ সাজ্জাদ ইসলাম (২২), শফিপুর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে মোঃ মহিবুল হাসান (২৩) এবং রাজস্থলী বাজারের গোলকধন তঞ্চঙ্গ্যার ছেলে রনি তঞ্চঙ্গ্যা (২০)।

অভিযান শেষে রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মর্তুজা সাইফ রাসেল মিতিঙ্গাছড়ি এসে আটক ব্যক্তিদের ও জব্দ মালামাল রাজস্থলী থানায় হস্তান্তর করেন।

এ বিষয়ে রাজস্থলী থানার এসআই মোঃ হাফিজ জানান, “সেনাবাহিনী তল্লাশি চালিয়ে যে চারজন আসামি, সিগারেট ও পিকআপ আটক করেছে, তা আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে থানা কর্তৃক আইনি প্রক্রিয়া চলছে।”

উল্লেখ্য, রাঙামাটি সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে ভারতীয় সিগারেটসহ বিভিন্ন পণ্যের অবৈধ পাচার একটি বড় সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। স্থানীয়দের মতে, এসব অপতৎপরতার সঙ্গে যুক্ত চক্রগুলোকে কঠোর নজরদারির আওতায় না আনলে পাচার আরও বৃদ্ধি পেতে পারে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed