আলীকদম সেনা জোনের পৃষ্ঠপোষকতায় হেডম্যান পাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৫’র জমকালো সমাপ্তি
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় সেনাবাহিনীর আলীকদম জোনের সক্রিয় পৃষ্ঠপোষকতা ও লুলাইং সেনা ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধান, নিরাপত্তা প্রদান এবং প্রশাসনিক সহায়তায় আয়োজিত হেডম্যান পাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উৎসবমুখর পরিবেশে সফলভাবে সমাপ্ত হয়েছে।
প্রায় পাঁচ সপ্তাহব্যাপী চলমান এই প্রতিযোগিতায় বিভিন্ন পাড়া ও গ্রাম থেকে মোট ২০টি দল অংশগ্রহণ করে, যা স্থানীয় ক্রীড়াঙ্গনকে নতুন প্রাণশক্তি এনে দেয়।
শনিবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় লুলাইং হেডম্যান পাড়া দল চ্যাম্পিয়ন এবং ছিয়াছড়া পাড়া দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। জমজমাট এই ফাইনাল ম্যাচ ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনায় মুখর ছিল স্থানীয় মাঠ। খেলোয়াড়দের পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা ও দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুলাইং ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহমেদ সাঈফ। তিনি বিজয়ী দলের হাতে নগদ অর্থ, ফুটবলসহ বিভিন্ন সম্মাননা তুলে দেন। এছাড়াও শ্রেষ্ঠ খেলোয়াড়, সেরা গোলরক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
আয়োজনে অংশ নিতে স্থানীয় জনসাধারণ, পাড়াবাসী ও অভিভাবকসহ ১২০০ থেকে ১৫০০ জন দর্শক মাঠে সমবেত হন। শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বাভাবিক পরিস্থিতি নিশ্চিত করতে সেনা সদস্যরা নিবিড়ভাবে দায়িত্ব পালন করেন।

স্থানীয়রা জানান, সেনাবাহিনীর এ ধরনের ক্রীড়া উদ্যোগ শুধু খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহই বাড়ায় না, পাশাপাশি তাদের নেতিবাচক কর্মকাণ্ড ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাঠভিত্তিক এমন আয়োজন পার্বত্য এলাকায় সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখছে।
প্রসঙ্গত, আলীকদম সেনা জোন বহুদিন ধরে পার্বত্য এলাকার যুবসমাজকে ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করে আসছে। জোন কর্তৃপক্ষ ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।