বান্দরবানে চালু হচ্ছে ট্যুরিস্ট বাস, ভোগান্তি কমবে শৈলপ্রপাত, চিম্বুক ও নীলগিরির পর্যটকদের - Southeast Asia Journal

বান্দরবানে চালু হচ্ছে ট্যুরিস্ট বাস, ভোগান্তি কমবে শৈলপ্রপাত, চিম্বুক ও নীলগিরির পর্যটকদের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানে বেড়াতে আসা দেশী-বিদেশী পর্যটকদের নিরাপদ ভ্রমনের কথা চিন্তা করে বান্দরবানে ট্যুরিস্ট বাস চালু করার একটি পরিকল্পনা হাতে নিয়েছে সেখানকার একটি বেসরকারী তিষ্ঠান হোটেল হিলভিউ কর্তপক্ষ। এতে করে বান্দরবানে ঘুরতে আসা পর্যটকদের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে মনে করছেন প্রতিষ্ঠানটির কর্ণধার কাজল কান্তি দাশ।

হোটেল হিলভিউ-এর কর্ণধার কাজল কান্তি দাশ জানান, আগামী ২৭ ফেব্রুয়ারি সকাল ৯টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সার্ভিসের উদ্বোধন করবেন। যার মাধ্যমে পর্যটকরা প্রতিদিন জেলার আকর্ষণীয় পর্যটন কেন্দ্র নীলগিরিতে কোন রকম ঝামেলা ছাড়াই যাতাযাত করতে পারবে।
তিনি জানান, নতুন এই ট্যুরিস্ট বাস চালু হলে পর্যটকদের ভোগান্তি অনেক কমবে। প্রতিদিন সকাল ৭টায় হোটেলের অতিথিরা ২টি বাসের মাধ্যমে নীলগিরির পথে যাত্রা করবেন। যাত্রাপথে তারা শৈলপ্রপাত, চিম্বুক হয়ে নীলগিরিতে পৌঁছবেন, ভ্রমণ শেষে বিকেল ৫টায় বাসটি ফিরতি পথে রওনা দেবে।

প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নীলগিরি পর্যটন কেন্দ্র চালু হওয়ার পর থেকে পর্যটকরা আলাদা আলাদা করে জীপ গাড়ি রিজার্ভ করে যাতায়াত করে আসছিলেন। এই রুটে এবারই প্রথম নির্দিষ্ট বাস সার্ভিস চালু হতে যাচ্ছে।