রাঙামাটিতে পৃথক যৌথ অভিযানে আটক ২ সন্ত্রাসী ইউপিডিএফ কর্মী নয়- ইউপিডিএফ
 
নিউজ ডেস্ক
রাঙ্গামাটির কুদুকছড়ি থেকে আটক চাঁদাবাজ শঙ্খদীশ কুমার বড়ুয়া ও নান্যাচরের বেতছড়ি এলাকা থেকে আটক বর্মা হত্যার আসামী দিগন্ত চাকমাকে ইউপিডিএফের কর্মী উল্লেখ করে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে তারা নিজেদের কর্মী নয় দাবি করেছে প্রসীত বিকাশ খীসার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। ৩রা মার্চ মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউপিডিএফের রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি জানান, শঙ্খদীশ কুমার বড়ুয়া একজন কাঠ ব্যবসায়ী ও দিগন্ত চাকমা নান্যাচর সদর ইউপি’র ৯ নং ওয়ার্ডের মেম্বার উল্লেখ করে বলেন, তারা উভয়েই কোন সময় ইউপিডিএফের কর্মী ছিলেন না। এছাড়া বিবৃতিতে তিনি সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার না করে সঠিক ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য সকল সংবাদ মাধ্যমের প্রতিও আহ্বান জানান।
