রাঙামাটিতে নিরাপত্তাবাহিনীর হাতে বর্মা হত্যা মামলার আসামী গ্রেফতার - Southeast Asia Journal

রাঙামাটিতে নিরাপত্তাবাহিনীর হাতে বর্মা হত্যা মামলার আসামী গ্রেফতার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র প্রতিষ্ঠাতা আহবায়ক তপন জ্যোতি চাকমা বর্মাসহ ৪জন পাহাড়ী ও ১জন বাঙ্গালী হত্যা মামলার অন্যতম আসামী দিগন্ত চাকমা (৩১)কে আটক করেছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। জানা গেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২রা মার্চ সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর ৩রা মার্চ মঙ্গলবার তাকে নানিয়ারচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র মতে, আটক দিগন্ত চাকমা দীর্ঘদিন যাবৎ নানিয়ারচর ১৭ মাইল, ১৮ মাইল, বেতছড়ি ও কেংগালছড়ি এলাকায় ইউপিডিএফের হত্যা অপহরণ ও চাদাবাজিসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সাথে জড়িত। এছাড়া সে গত ১লা ফেব্রুয়ারি দিশানপাড়া এলাকায় ভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় পাহাড়ী বাঙালিদের মধ্যে সাম্প্রায়িক দাঙ্গা সৃষ্টির পেছনে সক্রিয় ভূমিকা পালন করে। এ ঘটনায় ১৩ জন বাঙালি আহত হয় এবং ৪ঠা মে ২০১৮ কেংগালছড়ি এলাকায় সংঘটিত ইউপিডিএফ নেতা তপণ জ্যোতি চাকমা বর্মাসহ ৪ জন পাহাড়ী ও ১ জন বাঙালি হত্যাকান্ডে সক্রিয়ভাবে অংশগ্রহন করে বলে জানা যায়।