খাগড়াছড়িতে বিজিবি দিবস উপলক্ষে প্রীতিভোজ

খাগড়াছড়িতে বিজিবি দিবস উপলক্ষে প্রীতিভোজ

খাগড়াছড়িতে বিজিবি দিবস উপলক্ষে প্রীতিভোজ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিজিবি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর উদ্যোগে প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দুপুর ১টায় খাগড়াছড়ি ব্যাটালিয়ন সদর দপ্তরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।

খাগড়াছড়িতে বিজিবি দিবস উপলক্ষে প্রীতিভোজ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম এবং খাগড়াছড়ি ডিজিএফআই-এর ডেট কমান্ডার কর্নেল মোঃ মাহফুজ উল বারী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন, জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাতসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্য ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

খাগড়াছড়িতে বিজিবি দিবস উপলক্ষে প্রীতিভোজ

প্রীতিভোজ অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক কেক কেটে বিজিবি দিবস-২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় সেক্টর সদর দপ্তর খাগড়াছড়ি এবং খাগড়াছড়ি ব্যাটালিয়নের অফিসার, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিক ও অসামরিক কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খাগড়াছড়িতে বিজিবি দিবস উপলক্ষে প্রীতিভোজ

এদিকে বিজিবি দিবস উপলক্ষে খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ সকল বিওপিতেও পৃথকভাবে প্রীতিভোজ ও অভ্যন্তরীণ কর্মসূচির আয়োজন করা হয়, যা দিবসটির আনন্দ ও গুরুত্বকে আরও বিস্তৃত করে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন পার্বত্য অঞ্চলে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ ও বেসামরিক প্রশাসনের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা ও পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে এ আয়োজন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *