রাঙামাটিতে নির্মিত হচ্ছে আঞ্চলিক পরিষদের অফিস-বাংলো, ডরমেটরি
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা রাঙামাটির তিনটি ভিন্ন ভিন্ন স্থানে নির্মিত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের অফিস, চেয়ারম্যানের বাংলোসহ ডরমেটরি। আর এ লক্ষ্যে ইতিমধ্যে আঞ্চলিক পরিষদের জন্য বেশীর ভাগ ভুমি অধিগ্রহণ করা হয়েছে।
গত ১১ মার্চ বুধবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে আঞ্চলিক পরিষদের ভবন নির্মাণ বিষয়ে স্থাপত্য নকশা ও এনিমেশন প্রর্দশন করা হয়। এতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশে সিং এমপি, মন্ত্রনালয়ের সচিব মেসবাহুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় আঞ্চলিক পরিষদ ভবন কমপ্লেক্স এর কাজ শীঘ্রই শুরু হবে। আঞ্চলিক পরিষদের মুল ভবন হবে শহরের প্রবেশমুখে মানিকছড়ির টেলিভিশন কেন্দ্রে সেখানে ১৪ . ৭৫ একর জমি, সদস্য ও কর্মকর্তাদের জন্য আবাসিক ডরমেটরি ভবন নির্মানে শহরের কলেজ গেইট এলাকায় ০৭.৪৮ একর জমি এবং আসামবস্তী এলাকায় চেয়ারম্যানের বাস ভবনের জন্য ৪.৪৪ একার জমি অধিগ্রহণ করা হয়েছে।
ইতিমধ্যে ভবনগুলোর নকশা চুড়ান্ত করা হয়েছে। এতে প্রশাসনিক ভবন, অডিটরিয়াম, ট্রেনিং সেন্টার, অতিথিদের রেস্টহাউস ও গাড়ি পার্কিং ব্যবস্থা থাকবে। এছাড়া আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের বাসভবন, আঞ্চলিক পরিষদের সদস্যদের জন্য ডরমেটরী এবং কর্মকর্তা- কর্মচারীদের বাসভবন করার প্রকল্প গ্রহন করা হয়েছে। তার অংশ হিসাবে মন্ত্রনালয়ে ভবন নির্মাণ বিষয়ে স্থাপত্য নকশা ও এনিমেশন প্রর্দশন করা হয়, এটি প্রধানমন্ত্রীর চুড়ান্ত অনুমোদনের পর একনেকে যাবে। এরপর ভবন নির্মাণের কাজ শুরু হবে।