দুর্গম শিয়ারদহে হাম আক্রান্ত এলাকায় ঘরে ঘরে সেনাবাহিনীর পুষ্টিকর খাবার ও ত্রান বিতরন
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেকের শিয়ালদহ, অরুন পাড়াসহ তিনটি হাম আক্রান্ত এলাকায় ঘরে ঘরে গিয়ে পুষ্টিকর খাবার, সুপেয় পানি ও ঔষধ বিতরণ করেছে সেনা সদস্যরা।
বাঘাইহাট জোনের সেনা সদস্যরা ঘন্টার পর ঘন্টা পায়ে হেটে পুষ্টিহীনতায় ভোগা এসব শিশুদের জন্য নিয়ে যাচ্ছে পুষ্টিকর খাবার ও চিকিৎসা সরঞ্জামাদি। ১লা এপ্রিল (বুধবার) খাগড়াছড়ি রিজিয়নের তত্বাবধানে ও বাঘাইহাট জোনের উদ্যোগে সাজেক ইউনিয়নের দূর্গম মাচালং ও শিয়ালদহে হামে আক্রান্ত পরিবারগুলোর মাঝে এসব সামগ্রী পাঠানো হয়। এসব গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে পুষ্টিকর খাবার ও ওষুধপত্র পৌঁছে দেয় সেনা সদস্যরা।
বাঘাইহাট জোনের তথ্য মতে, হাম আক্রান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সুপেয় পানি, পুষ্টিকর খাবার, ত্রাণ সামগ্রী ও চিকিৎসা সামগ্রী (ঔষধ) নিয়ে স্থানীয়দের পাশে থাকবে বাঘাইহাট জোন তথা বাংলাদেশ সেনাবাহিনী। সাজেকের জনপ্রতিনিধি ও স্থানীয়রা সেনাবাহিনীর মহতি এ উদ্যোগের জন্য খুশি বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য।
এর আগে সেখানে হাম আক্রান্তদের চিকিৎসা সেবা ও ৫ শিশুকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম নিয়ে যায় সেনাবাহিনী।