দুর্গম শিয়ারদহে হাম আক্রান্ত এলাকায় ঘরে ঘরে সেনাবাহিনীর পুষ্টিকর খাবার ও ত্রান বিতরন - Southeast Asia Journal

দুর্গম শিয়ারদহে হাম আক্রান্ত এলাকায় ঘরে ঘরে সেনাবাহিনীর পুষ্টিকর খাবার ও ত্রান বিতরন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেকের শিয়ালদহ, অরুন পাড়াসহ তিনটি হাম আক্রান্ত এলাকায় ঘরে ঘরে গিয়ে পুষ্টিকর খাবার, সুপেয় পানি ও ঔষধ বিতরণ করেছে সেনা সদস্যরা।

বাঘাইহাট জোনের সেনা সদস্যরা ঘন্টার পর ঘন্টা পায়ে হেটে পুষ্টিহীনতায় ভোগা এসব শিশুদের জন্য নিয়ে যাচ্ছে পুষ্টিকর খাবার ও চিকিৎসা সরঞ্জামাদি। ১লা এপ্রিল (বুধবার) খাগড়াছড়ি রিজিয়নের তত্বাবধানে ও বাঘাইহাট জোনের উদ্যোগে সাজেক ইউনিয়নের দূর্গম মাচালং ও শিয়ালদহে হামে আক্রান্ত পরিবারগুলোর মাঝে এসব সামগ্রী পাঠানো হয়। এসব গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে পুষ্টিকর খাবার ও ওষুধপত্র পৌঁছে দেয় সেনা সদস্যরা।

বাঘাইহাট জোনের তথ্য মতে, হাম আক্রান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সুপেয় পানি, পুষ্টিকর খাবার, ত্রাণ সামগ্রী ও চিকিৎসা সামগ্রী (ঔষধ) নিয়ে স্থানীয়দের পাশে থাকবে বাঘাইহাট জোন তথা বাংলাদেশ সেনাবাহিনী। সাজেকের জনপ্রতিনিধি ও স্থানীয়রা সেনাবাহিনীর মহতি এ উদ্যোগের জন্য খুশি বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য।

এর আগে সেখানে হাম আক্রান্তদের চিকিৎসা সেবা ও ৫ শিশুকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম নিয়ে যায় সেনাবাহিনী।

You may have missed