রাঙামাটির কাপ্তাইয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা নিহত - Southeast Asia Journal

রাঙামাটির কাপ্তাইয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় উসুইপ্রু মারমা (৩০) নামের এক যুবলীগের নেতাকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। গত ১লা এপ্রিল বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত যুবলীগ নেতা ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন বলে জানা যায়। তিনি ওই এলাকার জিংহ্লা মারমার ছেলে।

সূত্র মতে, বুধবার গভীর রাতে একদল মুখোশপরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী উসুইপ্রু এর বাড়িতে প্রবেশ করে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এরপর ঘটনা চারদিক জানাজানি হলে ঘটনাস্থল থেকে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে এ কারা এ হত্যাকান্ডের সাথে তার প্রকৃত কারণ জানা যায়নি। বর্তমানে ঘটনাস্থলের চারদিক ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

কাপ্তাই চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আশ্রাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, তারা লাশ উদ্ধার করেছেন, বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রনে রয়েছে, তদন্ত করে ব্যেবস্থা নেয়া হবে।

You may have missed