বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ত্রাণ বিতরণ অব্যাহত - Southeast Asia Journal

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ত্রাণ বিতরণ অব্যাহত

ছবি- বান্দরবান পৌরসভার ১নং ওয়ার্ডে ত্রাণ বিতরণ করছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতৃবৃন্দ।

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা নামক মহামারি থেকে পরিত্রাণের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকা জনগোষ্ঠীর জন্য নির্ঘুম কাজ করে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। আজ (৫ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় বান্দরবান জেলা শহরে পৌরসভার ১, ২ ও ৫ নং ওয়ার্ডে হোম কোয়ারেন্টাইনে থাকা জনগোষ্ঠীর মাঝে ৭০০ প্যাকেট ত্রাণ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার নেতৃবৃন্দ। এসময় মানুষের দৈনন্দিন জীবনের খাদ্য দ্রব্য সামগ্রী চাল, আলু, সাবান সহ আরো অন্যান্য সামগ্রী তাদের হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও জেলা সভাপতি কাজী মোঃ মজিবর রহমান। সাথে ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বান্দরবান জেলা সাধারণ সম্পাদক কাজী মোঃ নাসিরুল আলম, কেন্দ্রীয় নেতা নাছির উদ্দীন, উপদেষ্টা ক্যাপ্টেন তারুমিয়া, বান্দরবান পৌর সাধারণ সম্পাদক এরশাদ চৌধুরী, মোঃ শাহ জালাল, মোঃ কামাল, সাইফুল ইসলাম ও ছাত্র পরিষদের নেতা মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় মজিবুর রহমান বলেন, করোনা নামক মহামারির থেকে পরিত্রাণের জন্য হোম কোয়ারেন্টাইনে থেকে সাবান দিয়ে হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, স্প্রে মেশিন দিয়ে জীবাণুনাশক ছিটানো এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা সকল নাগরিকের দায়িত্ব। তিনি আরও বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের নিরীহ অধিকার বঞ্চিত মানুষের পাশে ছিলাম আছি থাকবো, তাছাড়া সকল সম্প্রদায়ের মানুষকে সমানভাবে সহযোগিতার মাধ্যমে আমাদের সকলের পাশে থাকা দরকার সেই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি।