বান্দরবানের রুমায় নিখোঁজ হেডম্যান পুত্রের গলা কাটা লাশ উদ্ধার - Southeast Asia Journal

বান্দরবানের রুমায় নিখোঁজ হেডম্যান পুত্রের গলা কাটা লাশ উদ্ধার

ছবি- সংগৃহীত।

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় নিখোঁজ থাকা এক হেডম্যান পুত্রের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম লুসাইমং মারমা (৩৪)।

জানা গেছে, উপজেলার পাইন্দু মে‌ৗজার হেডম্যান মংচউ মারমা এর ছেলে লুসাইমং মারমা গত (৩রা এপ্রিল) শুক্রবার বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। এরপর গত (৫ এপ্রিল) রবিবার বিকালে স্থানীয়রা পাহাড়ে জুমে আগুন দিতে গেলে উপজেলার পাইন্দু ইউনিয়নের বাগানপাড়া এলাকার দূরবর্তী পাহাড়ের ঝর্ণায় তার রক্তাক্ত গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পু‌লিশ।

এ বিষয়ে এখন পর্যন্ত এই হত্যাকান্ডে রুমা থানায় কোন মামলা দায়ের করা হয়নি বলে জানা যায়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম চৌধুরী বলেন, তারা রাত সাড়ে দশটার দিকে লাশ উদ্ধার করেছেন, কে বা কারা হত্যা করেছে এই ব্যাপারে এখনো কোন তথ্য পায়নি তারা। তিনি আরো বলেন, তারা লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।