রাঙামাটি হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে প্রেরণ - Southeast Asia Journal

রাঙামাটি হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে প্রেরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা রাঙামাটিতে গতকাল জ্বর, সর্দি ও ঠান্ডা নিয়ে আইসোলশনে ভর্তি হওয়া মাঝ বয়সি একজন গত রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত ২টার পর মারা গেছেন বলে জানা যায়। তার বাড়ী শহরের রুপনগর এলাকা। আর এ ঘটনায় রোগীর নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সূত্র মতে, গতকাল মাঝ বয়সি লোকটি জ্বর, সর্দি ও ঠান্ডা কাশি নিয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে গেলে চিকিৎসক তাকে হাসপাতালে আইসোলশন ওয়ার্ডে ভর্তি করায়। রাত ২টার দিকে সে হাসপাতালের আইসোলশন ওয়ার্ডে মারা যায়। তবে স্থানীয়রা জানিয়েছে আগে থেকেই তার হাঁপানি রোগ ছিল।

রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা: মোস্তফা কামাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গতকালই তার নমুনা সংগ্রহ করা হয়েছে, আজ রিপোর্ট এলে স্বাস্থ্য অধিদফতরের নিয়ম মাফিক তাকে দাফন করা হবে।