খাগড়াছড়িতে ৫ গার্মেন্টসকর্মী আইসোলেশনে - Southeast Asia Journal

খাগড়াছড়িতে ৫ গার্মেন্টসকর্মী আইসোলেশনে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় জ্বর ও কাশি বা করোনা লক্ষণ থাকায় ৫ গার্মেন্টসকর্মীকে খাগড়াছড়ি ও মানিকছড়ি হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদের সবার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।

এছাড়া করোনা মহামারির ক্লাস্টার এরিয়া নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ১৯০ জন শ্রমিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং ৩৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে খাগড়াছড়িে স্বাস্থ্য বিভাগ।

অপরদিকে খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নূপুর কান্তি দাশ জানিয়েছেন, আইসোলেশনে থাকা পাঁচজনসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও হোম কোয়ারেন্টাইনে থাকা সবাই নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন কারখানার শ্রমিক। গত চার দিনে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে মাইক্রোবাস রির্জাভ করে অন্তত ২ সহস্রাধিক শ্রমিক খাগড়াছড়িতে প্রবেশ করে। যদিও খাগড়াছড়ি প্রবেশ ও বাহির পথে প্রশাসনের নিষেধাজ্ঞা ছিল।