দীঘিনালায় ঘরে ঘরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ত্রাণ বিতরণ - Southeast Asia Journal

দীঘিনালায় ঘরে ঘরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ত্রাণ বিতরণ

ছবি-৪: খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ত্রাণ সামগ্রী বিতরণ।

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে পরিত্রাণের জন্য গৃহবন্দী হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণের অংশ হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় হতদরিদ্র, দুঃস্থ ও করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

১৮ এপ্রিল সকালে দীঘিনালা উপজেলার জামতলী, বাঙ্গালীপাড়া, রসিকনগর, মেরুংসহ বিভিন্ন এলাকায় ঘর বন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতৃবৃন্দ।

এসময় সংগঠনটির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু তাহের, যুগ্ন সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আসাদ উল্লাহ, কেন্দ্রীয় সমন্বয়ক রবিউল হোসেন, দিঘীনালা উপজেলা সমন্বয়ক আহাম্মদ আলী, পার্বত্য চট্টগ্রাম ছাত্রপরিষদের নেতা মোঃ শামীম হোসেন, জাহাঙ্গীর আলম, নূর নবী রনি, গোলাপ হোসেন, রাজু, সাদ্দাম হোসেন, হুমায়ূন প্রমুখ।

ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ সকল কর্মহীন ও দুঃস্থদের উদ্দেশ্যে, করোনা নামক মহামারীর থেকে পরিত্রাণের জন্য সবাইকে সচেতন হওয়া, বারবার সাবান দিয়ে হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, অপ্রয়োজনে বাসা থেকে বাহির না হওয়ার জন্য আহবান জানান।

এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতৃবৃন্দ জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দীঘিনালাসহ পুরো পার্বত্য চট্টগ্রাম জুড়ে অসহায়, হতদরিদ্র ও কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রাখবে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

You may have missed