রাঙামাটির দূর্গম পাহাড়ে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ
![]()
নিউজ ডেস্ক
করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙামাটিতে অঘোষিত লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র খেটে খাওয়া মানুষের মাঝে চতুর্থ দিনের মতো ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যহত রেখেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। গত রবিবার (১২ এপ্রিল) সকাল ১১ টায় রাঙামাটি সদর উপজেলার আওতাধীন সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি ও সাপছড়ি এলাকার দূর্গম এলাকায় উঁচু-নিচু পাহাড় বেয়ে দুই শতাধিক পাহাড়ি-বাঙ্গালী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে জেলার দুর্গম এলাকাগুলোতে এসব ত্রাণ পৌঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ যুগ্ম-সম্পাদক মাওলানা আবু বকর ছিদ্দিক, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য হাবিব আজম, মোঃ নূর আলম প্রমূখ।
এসময় সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, ‘আমরা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পক্ষ থেকে দূর্গম পাহাড় ডিঙ্গিয়ে ধারাবাহিক ভাবে ৪ দিনে পাহাড়ি বাঙ্গালী সকল সম্প্রদায়ের ৮০০ কর্মহীন হতদরিদ্র পরিবারের বাড়িতে ত্রাণ পৌঁছে দিয়েছি। আগামী ২দিনে আমরা আরো ৪০০ কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সমগ্রী পৌঁছে দিবো।’ এছাড়াও, যেকোন দুঃসময়ে বিপদে-আপদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পার্বত্যবাসীর পাশে থাকবে বলেও আশ্বাস দেন নেতৃবৃন্দরা।