বান্দরবানের প্রথম করোনা আক্রান্ত আবু ছিদ্দিক এখন সুস্থ - Southeast Asia Journal

বান্দরবানের প্রথম করোনা আক্রান্ত আবু ছিদ্দিক এখন সুস্থ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রাণঘাতি করোনা ভাইরাস শনাক্ত হওয়ার দশ দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রুর তাবলীগ ফেরত বৃদ্ধ আবু ছিদ্দিক।

২৬ এপ্রিল রবিবার দুপুরে নাইক্ষ্যংছি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় উপজেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে আবু ছিদ্দিককে অ্যাম্বুলেন্স করে নিজ বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, করোনা পজেটিভ সনাক্ত বৃদ্ধ আবু ছিদ্দিক ঢাকা থেকে তবলীগ ফেরত হয়েছিল গত ৬ এপ্রিল। উপজেলা প্রশাসন খবর পাওয়ার সাথে সাথে তাকে হোম কোয়ারেন্টেইনে থাকার নির্দেশ দেন। ১৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করার পর ১৬ এপ্রিল রিপোর্টে পজেটিভ আসে। সেদিন তাকে হোম কোয়ারেন্টেইনে রেখে মোবাইলের মাধ্যমে চিকিৎসা দিলেও একদিন পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে রাখা হয় সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে। ন্যাশনাল গাইড লাইনের প্রটোকল অনুযায়ী চিকিৎসা পেয়ে এবং আইসোলেশন থেকে করোনা জয় করে আজ (২৬ এপ্রিল) রবিবার সে সুস্থ হওয়ায় বাড়ী ফেরার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে আইসোলেশনে এক সপ্তাহ ধরে অবস্থান করার পর গত ২৩ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয় তার দ্বিতীয় বারের নমুনা। ২৪ এপ্রিল ফলোআপ পরীক্ষায় ওই নমুনার রিপোর্টও নেগেটিভ আসে।

You may have missed