মাটিরাঙ্গায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ত্রাণ বিতরণ
![]()
নিউজ ডেস্ক
করোনা মহামারি থেকে পরিত্রাণের জন্য গৃহবন্দী হতদরিদ্র মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সদর ও পৌর এলাকায় হতদরিদ্র, দুঃস্থ ও করোনার প্রার্দুভাবে কর্মহীন হয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূঁইয়া উপস্থিত থেকে খাগড়াছড়ি জেলায় চলমান ত্রাণ বিতরণের অংশ হিসেবে ২৬ এপ্রিল রবিবার সকালে মাটিরাঙ্গা উপজেলার আমতলী, করল্যাছড়ি, রামছিরা, বড়নাল, বোর্ড অফিস, বেল্লাল পোস্ট, ডাকবাংলা, তবলছড়ি, ছোট চৌমুহনী, বড় চৌমুহনী, মোল্লাবাজার, তুলাতলী, সিংহ পড়া, তাইন্দং, মাঝপাড়া, বড়তলীসহ আরো কয়েকটি গ্রামে অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণ করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান ডালিম এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইঞ্জিঃ মুহাম্মদ লোকমান হোসাইন, কেন্দ্রীয় নেতা এস এম হেলালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুইয়া বলেন, পাহাড়ের মানুষের যেকোন ক্রান্তিকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সবসময় জনগনের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষতেও থাকবে। করোনা ভাইরাসের সংক্রমন রোধে সকলকে সামাজিক দুরত্ব বজায় রাখাসহ সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান। বিনা প্রয়োজনে কাউকে বাসা থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, চিকিৎসা নয়, সচেতনতাই করোনাভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায়।
ভিডিও: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পক্ষ হতে ত্রাণ পেয়ে এক বৌদ্ধ ভিক্ষুর কৃতজ্ঞতা প্রকাশ।