বান্দরবানের আলীকদমে অসহায়দের জন্য সেনাবাহিনীর মানবিক সহায়তা - Southeast Asia Journal

বান্দরবানের আলীকদমে অসহায়দের জন্য সেনাবাহিনীর মানবিক সহায়তা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

সারা দেশে করোনা সংকটে সেনাবাহিনীর ত্রাণ বিতরণের অংশ হিসেবে এবার বান্দরবান পার্বত্য জেলার আলীকদমের অসহায়, দুঃস্থ ও নিন্ম আয়ের মানুষদের জীবনযাত্রাকে সহজ করার ত্রাণ সহায়তা প্রদান করেছে আলীকদম জোন।

জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল এস এম মতিউর রহমান এর নির্দেশে সকালে (৩০শে মে) অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের জন্য আলীকদম সেনা জোনের পক্ষ থেকে আলীকদম আলিয়া মাদ্রাসা মাঠে এই আয়োজন করা হয়।

এ সময় সেনা কর্মকর্তারা জানান, মূলত তৃণমূল পর্যায়ে সাহায্য পৌঁছানোর উদ্দেশ্য নিয়ে এই সেবা কার্যক্রম পরিচালনা করেছেন তারা। “এলাকার অসহায়, দুঃস্থ ও নিন্ম আয়ের মানুষদের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে এই সব খাদ্য দ্রব্য বিতরণ করা হয়েছে। এটি কোন ত্রাণ নয় বরং এটি একটি সেবা”।

আলীকদম জোন এর পক্ষ থেকে ক্যাপ্টেন আতিক জানান, সন্ত্রাস দমনের পাশাপাশি তাদের এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত গরীব ও দুস্থ জনগণের মাঝে চাল, ডাল, তেল সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।