খাগড়াছড়িতে করোনা উপসর্গ নিয়ে আনসার সদস্যের মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
খাগড়াছড়ি প্রতিনিধি
পার্বত্য জেলা খাগড়াছড়িতে করোনা উপসর্গ নিয়ে আনসার বাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১২ জুন) দুপুরে তিনি মারা যান।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণ জীবন চাকমা জানান, তিনি ঠাকুরগাও থেকে খাগড়াছড়িতে এসেছিলেন। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল (শুক্রবার) বিকালে হাসপাতালে ভর্তি হন। তিনি জানান, এরআগেও কয়েকবার এই আনসার সদস্য শ্বাস কষ্ট নিয়ে হাসপাতালে এসেছিলেন। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।