আগুনে পুড়ে ছাই রাঙামাটির সুবলং বাজার - Southeast Asia Journal

আগুনে পুড়ে ছাই রাঙামাটির সুবলং বাজার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রাঙামাটির সুবলং বাজার। জেলার বরকল উপজেলাধীন সুবলং বাজারে রোববার (১৪ জুন) বিকেল চারটার সময় আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে চারিপাশে আগুন ছড়িয়ে পড়ে অন্তত অর্ধশত দোকান ও বসত ঘর পুড়ে গেছে এবং আরো পুড়ছে বলে জানিয়েছে স্থানীয়রা।

সুবলং আর্মি ক্যাম্পের সদস্যরা স্থানীয়দের সহায়তা নিয়ে আগুন নেভানোর চেষ্ঠা চালাচ্ছে বলেও জানা গেছে।

এদিকে খবর পেয়ে রাঙামাটি থেকে দমকল বাহিনীর লোকজন আগুন নেভাতে সেখানে রওয়ানা দিয়েছে বলে বিকেল সোয়া চারটার সময় নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে এমনটি তাৎক্ষনিকভাবে কেউ জানাতে না পারলেও সেখানে বিগত দিনে চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফর ব্যবহৃত একটি পাকা বিল্ডিংয়ের পাশের ঘর থেকে আগুন লেগেছে জানাগেছে।

বিকেল সাড়ে চারটা পর্যন্ত পাওয়া সর্বশেষ খবরে জানাগেছে এখনো পর্যন্ত আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে।