নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ - Southeast Asia Journal

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৩কোটি টাকা মূল্যের প্রায় লক্ষাধিক ইয়াবা জব্দ করেছে বিজিবি। গত মঙ্গলবার (১৬ জুন) রাতে এসব ইয়াবা জব্দ করে ৩৪ বিজিবির সদস্যরা।

সূতো মতে, জেলার ঘুমধুম ইউনিয়নের শালবাগান এলাকার মিয়ানমার সীমান্তপথে মাদকদ্রব্য পাচারকারী চক্র ইয়াবা পাচার করছে খবরের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। এসময় ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ১২টি প্লাস্টিক প্যাকেটে মোড়ানো অবস্থায় ১ লাখ ২০ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করে করে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পাচারকারী চক্র পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, ঘুমধুম রেজু আমতলী বিজিবি ক্যাম্পের আওতাধীন শালবাগান এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা পাচার করছিল মাদক পাচারকারী। খবর পেয়ে টহল দল পলিথিনে মোড়ানো অবস্থায় এক লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।