রাঙামাটি জেলা পরিষদ প্রধান নির্বাহীকে বিদায়ী সংবর্ধনা, নতুন নির্বাহীকে বরণ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদকে বিদায় সংবর্ধনা দিয়েছে পার্বত্য জেলা পরিষদ। এসময় নতুন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলামকে বরণ করে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে পরিষদ সভাকক্ষে এ বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদায়ী মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, নতুন যোগদানকৃত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া এবং হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী।
পরে পরিষদের পক্ষ থেকে বিদায়ী মুখ্য নির্বাহী কর্মকর্তার হাতে শুভেচ্ছা ক্রেস্ট এবং নতুন যোগদানকৃত মুখ্য নির্বাহী কর্মকর্তার হাতে উপহার তুলে দেন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও অন্যান্য কর্মকর্তাগণ।