রাঙামাটির সাজেকে সেনাবাহিনী কর্তৃক গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান - Southeast Asia Journal

রাঙামাটির সাজেকে সেনাবাহিনী কর্তৃক গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

বর্তমান করোনা পরিস্থিতি উপক্ষো করেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটির সাজেকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার (২১জুন) খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক এলাকায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ৩৭ জন বিভিন্ন বয়সী প্রসূতি ও গাইনী রোগীদের মধ্যে স্বাস্থ্য সেবা ও মানবিক সহায়তা প্রদান করা হয়।

বর্তমান পরিস্থিতিতে যখন স্বাভাবিক জীবন ব্যবস্থা বিঘ্নিত এবং দুর্গম এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছানো খুবই কষ্টসাধ্য তখন সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডে খুবই খুশি সাধারণ মানুষ। তারা চায় ভবিষ্যতেও সেনাবাহিনী এ ধরণের কার্যক্রম চালিয়ে যাক।