নানিয়ারচরে আবারো প্রান্তিক কৃষকের পাশে সেনাবাহিনী
 
নিউজ ডেস্ক
প্রান্তিক চাষীদের নিকট থেকে ন্যায্য মূল্যে সবজি কেনার পাশাপাশি মৌসুমী ফল আনারস ক্রয় করে দরিদ্র চাষীদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন।
রাঙামাটি জেলার আওতাধীন নানিয়ারচর উপজেলা হতে দেশব্যাপী সুস্বাদ্য আনারস সরবরাহের বিষয়টি সর্বজন-বিদিত। বিদ্যমান করোনা পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামের আনারস চাষীরা আনারস বিক্রয় ও পরিবহন নিয়ে জটিলতার সম্মুখীন হয়। সমস্যাটি জানা মাত্র তা সমাধানের জন্য আনারস চাষী ও ব্যবসায়ীদের পাশে দাঁড়ায় ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা।
২১শে জুন রবিবার চট্টগ্রাম এরিয়া ও ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পাহাড়ে প্রান্তিক চাষীদের থেকে আনারস ক্রয় করে সেনাসদস্যদের খাদ্যতালিকায় যুক্ত করা হয়। এতে প্রান্তিক চাষীরা ন্যায্যমূল্যে আনারস বিক্রয় করার কারণে পরিবহণ ভাড়া বাঁচিয়ে অধিক লাভবান হচ্ছে।
সেনাবাহিনীর এই মহৎ উদ্যোগে নানিয়ারচরের দরিদ্র আনারস চাষীরা অত্যন্ত সন্তুষ্ট ও কৃতজ্ঞ। ভবিষ্যতেও পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর এ সহযোগিতা অব্যাহত থাকবে।
