মহালছড়িতে গর্ভবর্তী মায়েদের জন্য সেনাবাহিনীর বিশেষ মেডিকেল ক্যাম্প - Southeast Asia Journal

মহালছড়িতে গর্ভবর্তী মায়েদের জন্য সেনাবাহিনীর বিশেষ মেডিকেল ক্যাম্প

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গর্ভবর্তী মায়েদের স্বাস্থ্য সেবা ও মানবিক সহায়তা প্রদান করার অংশ হিসেবে বর্তমান করোনা পরিস্থিতিতেও বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে অবিরাম।

এরই ধারাবাহিকতায় ২৪ জুন বুধবার খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে মহালছড়ি উপজেলার দূর্গম মহালছড়ি এলাকায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রায় ২শতাধিক জন বিভিন্ন বয়সী প্রসূতি ও গাইনি রোগীদের মধ্যে স্বাস্থ্য সেবা ও মানবিক সহায়তা প্রদান করা হয়।

এসময় চিকিৎসা সেবার পাশাপাশি গর্ভবর্তী মায়েদের হাতে খাদ্য সামগ্রী ও বিভিন্ন চিকিৎসা সামগ্রীও তুলে দেয় সেনা সদস্যরা।

বর্তমান পরিস্থিতিতে যখন স্বাভাবিক জীবন ব্যবস্থা বিঘ্নিত এবং দূর্গম এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছানো খুবই কষ্টসাধ্য তখন সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডে খুবই খুশি সাধারণ মানুষ। তারা চান ভবিষ্যতেও সেনাবাহিনী এধরণের কার্যক্রম চালিয়ে যাক।