রাঙামাটির জুরাছড়িতে অসহায় মানুষের মাঝে সেনাবাহিনী খাদ্যসামগ্রী বিতরণ
 
নিউজ ডেস্ক
প্রানঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহয়তার জন্য মাঠ পর্যায়ে সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ জনগনকে সচেতনার পাশাপাশি অসহায়,গরীব দুস্থ মানুষদের ধারাবাহিক সহায়তার অংশ হিসেবে রাঙামাটির জুরাছড়ি উপজেলার প্রত্যন্ত এলাকা রাজমনি পাড়া এলাকার দুস্থ, গরীব এবং অসহায় জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
উক্ত এলাকাসমূহে গরীব ও দুস্থ পরিবার সমূহকে সাহায্য সহযোগীতা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী জুরাছড়ি জোন এই উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে জুরাছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তানভীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও মেজর মন্জুর এবং ক্যাপ্টেন মেহেদীর নেতৃত্বে জুরাছড়ি জোনের সেনাসদস্যগণ পায়ে হেঁটে ও নদী পার হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাজমনি পাড়ায় কর্মহীন অসহায়, দুঃস্থ ও সুবিধা বঞ্চিত জনসাধারণের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেয়।
এ সময় প্রতিটি পরিবারের হাতে চাল, ডাল, আটা, তৈল, বিস্কুট, সুজি ও লবণ এর সমন্বয়ে একটি করে প্যাকেট তুলে দেয়া হয়।
উল্লেখ্য, বর্তমান করোনা পরিস্থিতির কারণে এলাকার সুবিধা বঞ্চিত জনসাধারণের কল্যাণার্থে সেনাসদস্যদের বরাদ্দকৃত রেশন থেকে বাঁচিয়ে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
