রাঙামাটির বরকল উপজেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মামুনকে যুবলীগ থেকে বহিস্কার - Southeast Asia Journal

রাঙামাটির বরকল উপজেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মামুনকে যুবলীগ থেকে বহিস্কার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরকল উপজেলা শাখার সভাপতি ও বরকল উপজেলার ৪ নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনকে উপজেলা যুবলীগের সভাপতির পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খাঁন নিখিল স্বাক্ষরিত চিঠির আলোকে গত ৫ জুলাই মামুনকে বহিস্কার করা হয়।

সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খাঁন নিখিল স্বাক্ষরিত বহিস্কারাদেশে বলা হয়েছে যে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ এর নির্দেশে রাঙামাটি পার্বত্য জেলার অন্তর্গত বরকল উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ মামুনকে অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে বহিস্কার করা হলো।

এবিষয়ে রাঙামাটি জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল মুঠোফোনে জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বরকল উপজেলা যুবলীগ সভাপতির পদ থেকে মামুনকে বহিস্কার করা হয়েছে। বহিস্কারাদেশে বলা আছে অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মামুনকে বহিস্কার করা হয়েছে।