উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরার মা আর নেই
 
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরার মাতা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল এর দাদী নন্দা ত্রিপুরা (৯৩) আর নেই।
আজ সোমবার (৬ জুলাই) বিকেলে বার্ধক্যজনিত কারনে খাগড়াছড়িতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাঁর আত্নার সদগতি ও পারলৌকিক শান্তি কামনা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদারসহ নানা শ্রেণী-পেশার মানুষ।
